ক্রিকেট ছাড়ার পর থেকেই সংগঠক হিসেবে যুক্ত আছেন মাহবুব আনাম। ১৯৮৫ সালে খেলার জীবন শেষ করার পর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বিসিবির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
আগামী ৩০ সেপ্টেম্বর বর্তমান পরিচালকদের মেয়াদ শেষ হওয়ার পর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারেন—এমন গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মাহবুব আনাম। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন।
এ প্রসঙ্গে বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে, দু’জন পরিচালক জানান তারা বিষয়টি সম্পর্কে অবগত নন। তাই এ নিয়ে মন্তব্য করতেও রাজি হননি তারা।