Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকশান্তি আলোচনার মাঝেও ইউক্রেনে তিন গ্রাম দখল রাশিয়ার

শান্তি আলোচনার মাঝেও ইউক্রেনে তিন গ্রাম দখল রাশিয়ার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান বা শান্তি আলোচনার চলাকালীন সময়ে রাশিয়া ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছে। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এ তথ্য জানিয়েছে।

দখলকৃত গ্রামগুলোর মধ্যে সুখেৎস্কি ও প্যানকিভকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশে, আর নোভোগিওরগিভকা মধ্যপূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশে অবস্থিত। মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধকে কাটিয়ে রুশ সেনারা এই তিনটি গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

ইউক্রেনের পক্ষ থেকে এখনও এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। অভিযান শুরুর প্রথম আট মাসে রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসনের বড় অংশ দখল করে এবং ওই চার প্রদেশকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।

গত জুলাই মাসে রুশ বাহিনী প্রথমবারের মতো মধ্যপূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশে প্রবেশ করে এবং এক মাসের মধ্যেই একটি গ্রাম দখল করে। এরই মধ্যে ইস্তাম্বুলে শান্তি সংলাপ শুরু হয়েছে, যা তিন মাস ধরে চলেছে। সংলাপের ফলে দুই পক্ষই সেনা মরদেহ এবং যুদ্ধবন্দি বিনিময় করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও এই যুদ্ধাবসানের উদ্যোগে যুক্ত ছিলেন। তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে একাধিক আলোচনার পর আশা প্রকাশ করেন যে শিগগিরই দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান হবে। এই আবহের মধ্যেই রাশিয়া ইউক্রেনের নতুন তিনটি গ্রাম দখল করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments