সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে তরুণীরা। দলের হয়ে সুরভী আকন্দ প্রীতি একটি এবং আলপী আক্তার দুটি গোল করেন।
ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য অবস্থা চললেও শেষ মুহূর্তে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো আক্রমণ ঠেকাতে এগিয়ে আসেন ভুটানিজ গোলরক্ষক। কিন্তু ডিফেন্ডারের সঙ্গে ধাক্কায় বল প্রীতির গায়ে লেগে জালে প্রবেশ করে। ফলে বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। খেলার ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপী আক্তারের ডান পায়ের জোরালো শট জালে জড়ায়। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিছুক্ষণ পর ভুটান একটি গোল শোধ করলেও খুব বেশি সময় প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারেনি তারা।
৬৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় আবারও গোল করেন আলপী আক্তার। পোস্টের সামনে ঠেলে দেওয়া তার শটে ব্যবধান দাঁড়ায় ৩-১ এ। এরপরও বেশ কিছু আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশের মেয়েরা। তবে ভুটানের ডিফেন্ডাররা কয়েকবার গোললাইন থেকে বল ঠেকিয়ে দেন।
বাংলাদেশ নারী ফুটবলে এখন সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সম্প্রতি সিনিয়র দল এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। জুলাই মাসে অনূর্ধ্ব-২০ দল সাফ শিরোপা জয়ের পর এশিয়া কাপে খেলবার সুযোগও নিশ্চিত করেছে। এবার অনূর্ধ্ব-১৭ দলও শিরোপার মিশনে মাঠে নেমেছে এবং প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলো।
বাংলাদেশ দলের এই জয় দেশের নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের আরেকটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছে ক্রীড়া বিশ্লেষকরা।