ভালো সময় কাটাচ্ছেন টালিউড তারকা শুভশ্রী গাঙ্গুলী। একের পর এক সফল ছবি উপহার দিচ্ছেন তিনি—‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’ ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে, এখনও চলছে ব্যবসার সাফল্য।
শুধু বড় পর্দাতেই নয়, সাম্প্রতিক বছরগুলোতে শুভশ্রী সমানতালে কাজ করছেন ওটিটি ও ছোটপর্দাতেও। অভিনয়ের পাশাপাশি তিনি এখন প্রযোজক হিসেবেও পরিচিত। ২০২৩ সালের নভেম্বরে দ্বিতীয়বার মা হওয়ার পরও তিনি কাজ ও সংসার সমানভাবে সামলাচ্ছেন। দুই সন্তান ইউভান ও ইয়ালিনির সঙ্গে দুষ্টুমিষ্টি মুহূর্ত প্রায়ই শেয়ার করেন তিনি, যা ভক্তদের কাছে বিশেষ প্রিয়।
ব্যস্ত সময়সূচির মাঝেই ছুটি কাটাতে ভ্রমণে বেরিয়ে পড়েন শুভশ্রী। সম্প্রতি কলকাতার কাজের ফাঁক গুঁজে উড়ে গিয়েছেন মুম্বাই। টিমও সঙ্গে থাকায় ধারণা করা হচ্ছে, কাজের সূত্রেই সেখানে যাওয়া। তবে অতিরিক্ত বৃষ্টিতে আপাতত থমকে গেছে মুম্বাইয়ের অনেক শুটিং।
এই সফরের ফাঁকেই দেখা হয়েছে ঘনিষ্ঠ বান্ধবী মৌনি রায়ের সঙ্গে। দুই তারকা বেশ কিছুটা সময় আড্ডা ও ফটোসেশনে কাটান। ইনস্টাগ্রামে মৌনির সঙ্গে ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “আমার একমাত্র মৌনির সঙ্গে…।” মৌনিও তিনটি ছবি পোস্ট করে অনুরূপ ক্যাপশন দিয়েছেন।
কমেন্টে শুভশ্রী লিখেছেন, “তোমায় ভালোবাসি।” আসলে ‘ডান্স বাংলা ডান্স’-এর ১২তম মৌসুমে একইসঙ্গে বিচারক ছিলেন মৌনি ও শুভশ্রী। সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব, যা আজও অটুট। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ভাগ করে নেন তাদের নানান মুহূর্ত।