Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরসাদাপাথর লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি দেওয়া হবে: সিলেটের ডিসি

সাদাপাথর লুটপাটের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি দেওয়া হবে: সিলেটের ডিসি

সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম জানিয়েছেন, জনগণ ও সরকারের সহযোগিতা থাকলে সাদাপাথরকে পুনরুদ্ধারসহ স্থায়ী সমাধান আনা সম্ভব। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “এ মুহূর্তে আমরা ঘটনার সঠিক অবস্থা যাচাই করছি। আমাদের কাজ হলো চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার ও পুনঃস্থাপন করা। এছাড়া যারা এ ধরনের কাজ করেছে তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতে সিলেটের কোনো পাথর চুরি রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ডিসি বলেন, সব কাজেই চ্যালেঞ্জ থাকবে, কিন্তু জনগণ ও সরকারের সহায়তায় কোনো গোষ্ঠীর অপশক্তিই সাদাপাথর বা সিলেটের পর্যটন এলাকায় ক্ষতি করতে পারবে না। তিনি দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে বলেন, “প্রতিবেদন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।”

এর পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ জিরো পয়েন্ট ও নদী পথে ভোলাগঞ্জ ও ব্যাংকার এলাকার পাথর লুট হওয়া স্থানগুলো পরিদর্শন করেন এবং সাদাপাথরে লুট হওয়া সব এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments