সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা প্রশাসনের আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।
গত সোমবার (১৮ আগস্ট) সিলেটে সাদাপাথর লুটের ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে সিলেটের নতুন জেলা প্রশাসক নিযুক্ত হন সারওয়ার আলম।
সারওয়ার আলম দেশের ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনায় সুপরিচিত। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং সিনিয়র সহকারী সচিব হিসেবে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছেন।
২০২০ সালের ৯ নভেম্বর তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পান। তিনবার বঞ্চিত হওয়ার পর গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান।
সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে চলমান সমালোচনার মাঝে এই পদোন্নতি ও পরিবর্তন কার্যকর করা হলো।