Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeবিনোদনইমন চক্রবর্তী: “প্রাক্তনরা ভালো আছেন, আমিও সুখে আছি”

ইমন চক্রবর্তী: “প্রাক্তনরা ভালো আছেন, আমিও সুখে আছি”

রবীন্দ্রসঙ্গীত, লোকগান কিংবা আধুনিক ধারার গান—সব ক্ষেত্রে নিজস্ব সুরেলা কণ্ঠে শ্রোতাদের মুগ্ধ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক ইমন চক্রবর্তী। তার জীবনের আলোচনায় যেমন থাকে গান, তেমনই ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়েও আগ্রহের কমতি নেই।

সম্প্রতি গায়িকা মেখলা দাসগুপ্তর পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-তে ইমন প্রাক্তনদের সম্পর্কে খোলামেলা কথা বলেন।

পডকাস্টে তিনি বলেন, “প্রত্যেকটি প্রেম আমাকে অনেক কিছু শিখিয়েছে। নতুন মানুষ যখন আমার জীবনে এসেছেন, আমি যে রকম হয়েছি, তা তাদের কারণে। তাই অনেকটা কৃতিত্ব তাদেরকেই দিতে চাই। প্রতিটি সম্পর্কের মধ্যে ভালো-মন্দ দুইই থাকে, কিন্তু দু’জন একে অপরের ওপর আটকে থাকা থেকে মুক্ত হয়ে উড়ে বেড়ানো আমার কাছে ভালো মনে হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “যারা আমার জীবনে এসেছেন, তাদের সঙ্গে কাটানো সময় আমাকে গানেও আরও পরিপক্ক করেছে। সবাই সঙ্গীত জগতের মানুষ হওয়ায় তাদের জীবনদর্শন ভিন্ন, যা আমাকে নতুন দিক দেখিয়েছে।”

শেষে প্রাক্তনদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে ইমন বলেন, “তোমরা ভালো আছো দেখে আমিও ভালো বোধ করি। জগন্নাথের আশীর্বাদে আমি সুখে আছি। আশা করি আমরা সবাই সুস্থ ও ভালো থাকব।”

ইমনের জীবনের আলোচিত সম্পর্কের মধ্যে ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক। পারিবারিক ও বয়সের ব্যবধানের কারণে সেই সম্পর্ক শেষ হয়। বর্তমানে তিনি নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার করছেন।

গানের পাশাপাশি ইমন নিয়মিত প্লেব্যাকও করছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মান তার ঝুলিতে রয়েছে। সম্প্রতি তাকে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-এর বিচারকের আসনেও দেখা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments