Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষগুলশানে হিট অফিসার বুশরা আফরিনের জামাতের সিসা লাউঞ্জে পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩

গুলশানে হিট অফিসার বুশরা আফরিনের জামাতের সিসা লাউঞ্জে পুলিশি অভিযান, গ্রেপ্তার ৩

রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও ‘হিট অফিসার’ খ্যাত বুশরা আফরিনের স্বামীর ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে পুলিশের অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে এ অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা এবং বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্যসহ নগদ অর্থ জব্দ করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুর রাব্বি, শাকিল আহ্মদ ও রনি মিয়া মামুন। এই ঘটনায় হিট অফিসার বুশরার জামাতা জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বারটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।

অভিযানে প্রায় সাড়ে চার কেজি বিভিন্ন ব্র্যান্ডের সিসা, একাধিক সিসার কৌটা ও প্যাকেট, ১২ কেজি কোকোনাট চারকোল, ১০টি হুক্কা, ৮টি পাইপ এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে এই সিসা লাউঞ্জে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ৩৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments