আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী তাহমিনা আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তাহমিনা বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলে আবাসিক ছাত্রী।
জুলাই মাসের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এছাড়া নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস গড়ার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন।
তাহমিনা আক্তার শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিসহ একাধিক কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন।
ঢাকা পোস্টকে তিনি বলেন, “আমি সব মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। আমার লক্ষ্য হলো দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি মুক্ত, আধুনিক, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গড়ে তোলা।”