Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, রমনা ডিসি চাইছেন স্থায়ী সমাধান

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, রমনা ডিসি চাইছেন স্থায়ী সমাধান

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে বহুবার এই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ানোর ঘটনা ঘটেছে। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এই ধরনের পরিস্থিতির স্থায়ী সমাধান চান।

মাসুদ আলম সাংবাদিকদের জানান, ‘ছোটখাটো বিষয়কেই কেন্দ্র করে মাঝে মাঝে এই দুই কলেজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আমরা দুই কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে মূল কারণ উদঘাটন করতে চাই। শিক্ষার্থীদের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। মুখোমুখি অবস্থানের সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমরা স্থায়ী সমাধান চাই।’

তিনি আরও বলেন, ‘আজকের সংঘর্ষের পর পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে। এতে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের দিকে সরে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

ডিসি জানান, ‘ঘটনার পেছনে মূল কারণ হলো গত তিন দিন আগে উদ্ভাস কোচিং সেন্টারে আইডি কার্ডকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও চর-থাপ্পরের ঘটনা। পরদিনও উত্তেজনা তৈরি হয়েছিল, যদিও পরে তা মীমাংসা হয়। আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ, কিন্তু আজ নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ঘটনাস্থলে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত কারণ জানা যাবে।’

সংঘর্ষে আহত শিক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments