জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে। আসন্ন ডাকসু নির্বাচনে তারা শিক্ষার্থীদের প্রধান সমস্যা সমাধানকে তাদের মূল অঙ্গীকার হিসেবে উপস্থাপন করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “ঢাবির অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের। বাইরে মেস বা হোস্টেলে থাকা তাদের জন্য প্রায় অসম্ভব। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থী একাধিক টিউশন করতে যেতে হয়, যা পড়াশোনায় মনোযোগ দিতে বাধা দেয়।”
তিনি আরও বলেন, “সময়ের অভাবে অনেক শিক্ষার্থীর সিজিপিএ ৩.৫০-এর নিচে নেমে যায়, ফলে ভালো চাকরির প্রতিযোগিতা থেকেও বাদ পড়ে। ছাত্রদল শিক্ষার্থীদের এমন পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে মাথার ওপর ছাউনি ও পড়ার জন্য টেবিল থাকবে। বড় ভবনের প্রয়োজন না হলে টিনের চালাও যথেষ্ট।”
আবিদুল ইসলাম খান উল্লেখ করেন, খুব শিগগিরই ঘোষণা করা পূর্ণাঙ্গ ইশতেহারে আবাসন সংকট সমাধানসহ শিক্ষার্থীবান্ধব অন্যান্য পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ ছাত্রদলের অন্যান্য প্যানেল সদস্যরাও উপস্থিত ছিলেন।