সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা আক্তার লিপি পরীক্ষায় অংশ নেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সময় অসুস্থবোধ করলে তাকে কলেজ কর্তৃপক্ষ সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফা আক্তার লিপি সাতক্ষীরার মো. শহিদুল ইসলামের কন্যা। শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। তিনি জানান, কলেজ পরিবার এই দুঃসংবাদে শোকাহত এবং তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া সবাইকে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ।