বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ কর্মসূচির কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) পিলখানার বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলের পাশের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এবারের প্রতিপাদ্য—‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, “আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের আমিষের প্রায় ৬০ শতাংশই আসে মাছ থেকে। অন্যান্য প্রাণিজ আমিষের তুলনায় মাছের আমিষ বেশি পুষ্টিগুণসম্পন্ন এবং স্বাস্থ্যের জন্যও উপকারী।”
তিনি আরও বলেন, মাছ চাষ কেবল পুষ্টির ঘাটতি পূরণই নয়, বরং এটি আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিজিবি প্রধান দেশের প্রতিটি স্থাপনায় থাকা পুকুর ও জলাশয় সংস্কার করে মাছ চাষের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। পাশাপাশি তিনি বিজিবির সদস্যদের সকল জাতীয় উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার আহ্বানও জানান।