Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকফিলিস্তিনের ৬৩ প্রত্নতাত্ত্বিক স্থানকে অবৈধভাবে নিজেদের ঐতিহ্য ঘোষণা করল ইসরায়েল

ফিলিস্তিনের ৬৩ প্রত্নতাত্ত্বিক স্থানকে অবৈধভাবে নিজেদের ঐতিহ্য ঘোষণা করল ইসরায়েল

ইসরায়েল ফিলিস্তিনের ৬৩টি প্রত্নতাত্ত্বিক স্থানকে নিজেদের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। এসব স্থান অধিকৃত পশ্চিম তীরের অন্তর্গত। ফিলিস্তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও দায়বদ্ধতার সুস্পষ্ট লঙ্ঘন। বৃহস্পতিবার (২১ আগস্ট) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

জেরুজালেমভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউট–জেরুজালেম (এআরআইজে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অধিকৃত পশ্চিম তীরের এসব স্থানকে ইসরায়েলি সেনাবাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোতি আলমোজ স্বাক্ষরিত সামরিক নির্দেশনায় ‘ইসরায়েলি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই ৬৩টি স্থানের মধ্যে ৫৯টি নাবলুস গভর্নরেটে, ৩টি রামাল্লাহতে এবং ১টি সলফিট গভর্নরেটে অবস্থিত। এআরআইজের মতে, এটি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং ফিলিস্তিনি ঐতিহ্য দখলের একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। বিশেষ করে নাবলুসের অধিকাংশ স্থান অবৈধ বসতি, আউটপোস্ট ও উপনিবেশিক স্থাপনার কাছাকাছি হওয়ায় এ ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের ঐতিহাসিক পরিচয় বিকৃত করে ইসরায়েলি বয়ান চাপিয়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব স্থানকে ইসরায়েলি ঐতিহ্য হিসেবে ঘোষণা আন্তর্জাতিক আইন ভঙ্গের পাশাপাশি ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের জন্য বড় হুমকি। এআরআইজের তথ্যমতে, এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত ২ হাজার ৪০০ প্রত্নতাত্ত্বিক স্থানকে ইসরায়েল নিজেদের বলে দাবি করেছে।

যদিও ইসরায়েল সংরক্ষণ ও সুরক্ষার কথা বলছে, বাস্তবে এসব স্থান দখলের অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরে সেগুলোকে বসতি, সামরিক ঘাঁটি, পর্যটনকেন্দ্র বা বিনোদন এলাকায় রূপান্তর করা হয়, যেখানে কেবল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এবং পর্যটকরাই প্রবেশাধিকার পান।

ফিলিস্তিনি প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের শেষ নাগাদ পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। তারা বর্তমানে ১৮০টি বসতি ও ২৫৬টি আউটপোস্টে ছড়িয়ে আছে, যার মধ্যে ১৩৮টি কৃষি ও পশুপালনভিত্তিক।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭ হাজারেরও বেশি আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব অবৈধ বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments