Thursday, August 21, 2025
spot_imgspot_img
Homeজাতীয়মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ, অভিযোগ অবহেলার

মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ, অভিযোগ অবহেলার

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। সম্প্রতি ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার স্বাক্ষরিত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ডিএমটিসিএল গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে ডিএমটিসিএল, আর নিয়ন্ত্রণকারী সংস্থা হবে ডিটিসিএ। সেই ধারাবাহিকতায় ডিটিসিএর অধীনে ম্যাস ট্রানজিট উইংও গঠিত হয়।

তবে ডিটিসিএর অভিযোগ, বর্তমানে ডিএমটিসিএল আর আগের মতো তাদের কাছে রিপোর্ট দিচ্ছে না। প্রতিষ্ঠানটি সরাসরি সড়ক পরিবহন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে, যা মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপন্থি।

চিঠিতে আরও বলা হয়, যাত্রীদের বীমা, এমআরটি লাইনের নকশা অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি— এসব বিষয়ে ডিটিসিএর অনুমোদন থাকা সত্ত্বেও ডিএমটিসিএল তা কার্যকর করছে না। বরং কিছু চুক্তি বাস্তবায়নে শর্ত লঙ্ঘনও করেছে। এমনকি এমআরটি-৬ প্রকল্পে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ডিপিপি প্রস্তুত, জাইকা পরামর্শক নিয়োগ এবং কোম্পানি নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও ডিটিসিএ সম্পন্ন করেছিল বলে দাবি করা হয়।

এ বিষয়ে জানতে সড়ক পরিবহন বিভাগের জ্যেষ্ঠ সচিব এহছানুল হককে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম বলেন, “যেসব বিষয় নিয়ম অনুযায়ী ডিটিসিএর মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে হয়, আমরা তা পাঠাই। তবে দৈনন্দিন পরিচালনাগত ও প্রশাসনিক সিদ্ধান্ত সরাসরি মন্ত্রণালয়কে জানানো হয়। গঠনের সময়ই এ বিষয়ে আমাদের অনুমোদন দেওয়া হয়েছিল।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments