টপ এন্ড টি-টোয়েন্টিতে প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। তাই সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে জয়ের পাশাপাশি সামলাতে হতো কঠিন নেট রানরেটের সমীকরণ। তবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি কোনো কিছুই করতে পারেনি। গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।
ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’। দলের হয়ে জিশান সর্বোচ্চ ৫০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি মাত্র ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে।