Saturday, August 23, 2025
spot_imgspot_img
Homeবিনোদনওমরাহ শেষে অপুর হাতে জমজমের পানি, খেজুর ও তসবিহ তুলে দিলেন রইস...

ওমরাহ শেষে অপুর হাতে জমজমের পানি, খেজুর ও তসবিহ তুলে দিলেন রইস উদ্দিন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে প্রতারণার শিকার হয়েছিলেন নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন। গরু বিক্রির টাকায় হাতে এসেছিল এক লাখ ২৩ হাজার টাকা, কিন্তু তার মধ্যে এক লাখ ২১ হাজারই ছিল জাল নোট। সেই ঘটনার পর কান্নায় ভেঙে পড়া রইস উদ্দিনের ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা নাড়িয়ে দিয়েছিল দেশজুড়ে মানুষকে।

এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন অনেকে। প্রথমে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন রইস উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা দেয় এবং পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে তিনি সহায়তা পান। এ সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসও এগিয়ে আসেন। তিনি ঘোষণা দেন, রইস উদ্দিনকে ওমরাহ পালনের সুযোগ করে দেবেন।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেন অপু। তার আর্থিক সহায়তা ও ফাউন্ডেশনের উদ্যোগে গত ২৫ জুলাই রওনা দেন রইস উদ্দিন ওমরাহ পালনে। পবিত্র দায়িত্ব পালন শেষে তিনি দেশে ফেরেন গত সপ্তাহে। দেশে ফিরেই তিনি অভিনেত্রী অপুর সঙ্গে দেখা করতে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরে যান অপু বিশ্বাস। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যান রইস উদ্দিন। দীর্ঘ সময় আড্ডা দেন দুজন। এ সময় অপুর উদ্দেশে ‘আমার মেয়ে’ বলে সৌদি আরব থেকে আনা কিছু উপহার দেন তিনি। উপহারসামগ্রীর মধ্যে ছিল খেজুর, জমজমের পানি, জায়নামাজ ও একটি তসবিহ।

উপহার তুলে দিয়ে রইস উদ্দিন বলেন, “আমি আমার মেয়ের জন্য এই উপহার এনেছি।” জবাবে আবেগাপ্লুত অপু বিশ্বাস বলেন, “যেহেতু আমি তাকে বাবা ডেকেছি, তাই এই উপহার আমার কাছে দোয়ার মতোই। এর জন্য আলাদা করে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। উনি আমাকে ও আমার সন্তানকে জন্য দোয়া করেছেন, এটিই সবচেয়ে বড় প্রাপ্তি।”

c

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments