বলিউড অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। কিছু নেটিজেন দাবি করছেন, প্লাস্টিক সার্জারির কারণে তার শরীরের বেশিরভাগই এখন ‘প্লাস্টিকের তৈরি’। কেউ আবার বলেন, অতিরিক্ত অস্ত্রোপচারের ফলে তিনি আগের মতো নন, বরং কুৎসিত দেখাচ্ছেন।
বিশেষত মৌনীর ঠোঁটের পরিবর্তন নিয়ে বিতর্ক বেশি। ক্যারিয়ারের শুরুর দিকে তার ঠোঁট ছিল পাতলা ও সরু, পরে তা মোটা ও ফোলা হয়ে যায়। নেটিজেনদের ধারণা, তিনি লিপ সার্জারি এবং ব্রাও লিফটসহ বিদেশে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করেছেন। তাই শুরুর দিকের মৌনী আর বর্তমান মৌনীর চেহারার মধ্যে পার্থক্য চোখে পড়ে।
এই কটাক্ষের মধ্যেও এবার মৌনী চুপ থাকেননি। তিনি বলেন, “জীবনে আপনারা সময়োপযোগী কাজ করুন, নিজের কাজের দিকে মন দিন, মানুষকে ভালোবাসুন। এসব না হলে জীবনই ব্যর্থ হয়ে যাবে।” তিনি আরও যোগ করেন, “আমি এসব দেখিনা। সবাইকে নিজের কাজ করতে দিন। কেউ আড়াল থেকে ট্রোল করলে তাকে সেটাই করতে দিন।”
সম্প্রতি ‘ভূতনী’ ছবির ট্রেলার লঞ্চে মৌনীকে দেখে অনেকেই চোখের পাশে ফোলা ভাব নিয়ে মন্তব্য করেছেন। তবে অভিনেত্রী নেটিজেনদের সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন। বলিউডে এর আগেও শ্রীদেবী, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের প্লাস্টিক সার্জারি নিয়ে আলোচনা হয়েছে, সেই তালিকায় এখন নতুন নাম যুক্ত হল মৌনী রায়।