বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেন।
একই দিনে বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন। ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিকেল পৌনে ৫টায় এই বৈঠক শুরু হয়। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
এছাড়া সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার পাকিস্তান দূতাবাসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দুই দিনের সফরের অংশ হিসেবে শনিবার দুপুর আড়াইটার পর ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সফরের সময়ে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।