জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, দেশের জনগণের মুক্তির আকাঙ্ক্ষা সনদে প্রতিফলিত না হলে তা স্বাক্ষর করা অর্থহীন। শনিবার বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্তি নিশ্চিত করা সম্ভব হবে না।
তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে এনসিপি অংশ নেবে কিনা তা অনিশ্চিত থাকবে। আখতার হোসেন বলেন, নির্বাচন অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সব দলের অংশগ্রহণে স্বচ্ছ ও সুষ্ঠু হওয়া উচিত।
তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধান বজায় রেখে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সম্ভাবনা থাকবে। তাই আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হওয়া প্রয়োজন। নতুন সংবিধানের মাধ্যমে সংস্কারগুলো সংহত করলে তা টেকসই হবে এবং আদালতে চ্যালেঞ্জ করা যাবে না।
সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদীন শিশির, জহিরুল ইসলাম মুসা, এস এম সাইফ মোস্তাফিজ ও কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন উপস্থিত ছিলেন।