Saturday, August 23, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষউদ্বোধনের পরদিনই কেবল চুরি, অন্ধকারে নতুন মাওলানা ভাসানী সেতু

উদ্বোধনের পরদিনই কেবল চুরি, অন্ধকারে নতুন মাওলানা ভাসানী সেতু


গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর বহু প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের মাত্র একদিন পরই ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। বৈদ্যুতিক কেবল চুরির কারণে রাতেই সেতুর সব লাইট নিভে যায়, ফলে বিপাকে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৩১০ মিটার কেবল চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর ফলে পুরো সেতু এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখতে পান, হরিপুর প্রান্তের সংযোগ সড়কের দু’পাশের ছয়টি ল্যাম্পপোস্টের ভূগর্ভস্থ লাইন কেটে কেবল সরিয়ে ফেলা হয়েছে। কর্মকর্তাদের ভাষায়, “প্রথমে বাতি পরীক্ষা করে ঠিক পাওয়া যায়, পরে খুঁড়ে দেখা যায়—কেবল নেই।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা বলেন, “এতদিন পর সেতু পেলাম, কিন্তু আলো পেলাম না। যারা তার চুরি করেছে তাদের দ্রুত শাস্তি দিতে হবে। লাইট না থাকায় আমরা সমস্যায় পড়ছি। দ্রুত নতুন কেবল লাগানো প্রয়োজন।”

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকায় থেকে নতুন কেবল এনে দ্রুত পুনঃসংযোগ দেওয়া হবে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধন করেন এলজিইডির বাস্তবায়নে নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতুর। প্রায় ৯২৫ কোটি টাকা ব্যয়ে তৈরি এ সেতুটি এলাকায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments