বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তিন দিনের সফরে নিজ জন্মস্থান কক্সবাজারে পৌঁছেছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে নামেন। সেসময় স্থানীয় নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে তাকে সংবর্ধনা জানান। পরে তিনি ওই গাড়িবহরসহ নিজ গ্রাম পেকুয়ার বাড়িতে চলে যান এবং সেখানে তিনদিন অবস্থান করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী ছফওয়ানুল করিম।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার রাতে তিনি পেকুয়ার মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানা ও সাঈদুল উলুম এতিমখানার বার্ষিক দস্তারবন্দী অনুষ্ঠানে অংশ নেন। শনিবার সকালে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একই দিন বিকেল ৩টায় চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগ দেবেন। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সময় কাটাবেন।
রবিবার সকালেও পেকুয়ার নিজ বাড়িতে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সালাহউদ্দিন আহমদ। সফরের শেষদিনে সকাল সাড়ে ১১টার দিকে তিনি পেকুয়া থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন।