নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন শনিবার দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বাসায় ফিরলেও পরবর্তীতে আবার অসুস্থ হয়ে পড়েন। গত সপ্তাহে পুনরায় তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শরীরে খনিজের ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। বিশেষ করে সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মাত্রায় অস্বাভাবিকতা ছিল। এছাড়া ইউরিনজনিত জটিলতা, শ্বাসকষ্ট এবং রক্তচাপ ওঠানামাসহ বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন।