Saturday, August 23, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষবানিয়াচঙ্গে নির্মাণ শেষ হওয়ার আগেই মডেল মসজিদের ছাদ ধসে পড়লো

বানিয়াচঙ্গে নির্মাণ শেষ হওয়ার আগেই মডেল মসজিদের ছাদ ধসে পড়লো

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে সরকারি একটি পুকুরের উপর মডেল মসজিদটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসএল অ্যান্ড আলী (জেভি)। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এবং হবিগঞ্জ গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে মসজিদটির কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে দু’বার ছাদ ধসে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দেশের অন্যান্য স্থানে মডেল মসজিদ নির্মাণ শেষ হলেও বানিয়াচঙ্গে নিম্নমানের উপকরণ ব্যবহার ও ধীরগতির কারণে কাজ এগোচ্ছে না। ইতোমধ্যে দু’দফায় ছাদ ভেঙে পড়লেও কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “দেশের প্রচলিত আইনে জলাশয়ের উপর স্থাপনা নির্মাণ বেআইনি। অথচ এখানে সেই আইন মানা হয়নি। জলাশয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি। পুকুরের উপর এভাবে মসজিদ নির্মাণ এবং বারবার ছাদ ধসে পড়া মুসল্লিদের জন্য ভবিষ্যতে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানান, “প্রথম দফায় ছাদ ধসে পড়ার ঘটনা আমি ডিসি স্যারকে জানিয়েছিলাম। দ্বিতীয়বার ভাঙার খবরও দ্রুত অবহিত করেছি।” অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এই কাজের তদারকি করছে গণপূর্ত বিভাগ (পিডব্লিউও)। তারা বিষয়টি দেখবেন।” আর জলাশয়ের উপর স্থাপনা আইনসিদ্ধ কি না, এ প্রশ্নে তিনি বলেন, “এটা আগের কর্তৃপক্ষের অনুমোদিত প্রকল্প। তাই মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments