Saturday, August 23, 2025
spot_imgspot_img
Homeজাতীয়শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুমের শামিল: বায়তুল মোকাররমের খতিব

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার জুলুমের শামিল: বায়তুল মোকাররমের খতিব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা তাদের প্রতি জুলুমের সমান।

শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি।

শিক্ষার্থীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “হয়তো শুনে আপনাদের অবাক লাগবে, কিন্তু ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা আসলে তাদের সঙ্গে অবিচার। কলেজ-ভার্সিটির শিক্ষার্থীদের যেভাবে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হয়, তা সম্পূর্ণ অন্যায়।”

তিনি আরও বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে, যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যবহার করে। এটাও শিক্ষার্থীদের ওপর জুলুম। এমনকি ইসলামী দলগুলোও ছাত্রদের রাজনীতিতে জড়াচ্ছে—এটাও অন্যায়।”

এ সময় তিনি নারী-পুরুষসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে “নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আমাদের করণীয়” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার।

সংগঠনের সভাপতি মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা আহমেদুল হক, অধ্যাপক ড. লুতফুল কবির, অধ্যাপক মাওলানা ড. এবিএম হিজবুল্লাহ, ড. মুহাম্মদ নাজিবুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ ও মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা দেশ ও সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দিক তুলে ধরে সংগঠনটির জন্য নানা পরামর্শ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments