Sunday, August 24, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরকুমিল্লায় একই পরিবারের ৪ জন নিহত: উল্টো পথে আসা হানিফ বাস জব্দ

কুমিল্লায় একই পরিবারের ৪ জন নিহত: উল্টো পথে আসা হানিফ বাস জব্দ

কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য নিহত হওয়ার ঘটনায় উল্টো পথে চলা হানিফ পরিবহনের সেই বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকায় মানামা হোটেলের সামনে একটি মাঠ থেকে বাসটি উদ্ধার করা হয়।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবারের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাসটিকে শনাক্ত করা হয়। ফুটেজে স্পষ্ট দেখা যায়—হানিফ পরিবহনের বাসটি উল্টো পথে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, বাসটি শনাক্তের পর থেকেই পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে খাদঘর এলাকায় ফেলে রাখা বাসটি জব্দ করা হয়। তবে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর তারা পালিয়ে আত্মগোপনে চলে যান। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় একটি সিমেন্টবোঝাই কাভার্ডভ্যান প্রাইভেট কারের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন নিহত হন। নিহতরা হলেন—কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)।

দুর্ঘটনায় লরির নিচে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments