কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে মো. নাজমুল (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শরতনগর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মালবোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে নাজমুল চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ধাক্কার ফলে কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়।
এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রথমে উভয় লেনে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হলেও পরে পুলিশ এসে ঢাকামুখী গাড়িগুলোকে এক লেনে চালানোর ব্যবস্থা করলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।
ওসি রুহুল আমিন জানান, দুর্ঘটনায় কাভার্ডভ্যানে থাকা মালপত্র ছড়িয়ে পড়ায় সেগুলো সরাতে কিছুটা সময় লাগছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ট্রাকচালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।