Sunday, August 24, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিখালেদা জিয়ার খোঁজ নিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

খালেদা জিয়ার খোঁজ নিতে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় পৌঁছেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানস্থ খালেদা জিয়ার বাস ভবন ফিরোজায় প্রবেশ করেন পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী। এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী এবং স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডা. জাহিদ হোসেনও খালেদা জিয়ার বাসায় পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাংলাদেশ সফররত পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার বাসায় এসেছেন।

গত শনিবার দুপুরে পাকিস্তানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছানোর পর তিনি বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকও করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments