পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সুতলেজ নদীর পানি বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একাধিক জেলা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে।
২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এলাকায় ভারী বর্ষা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। গান্ধা সিং ওয়ালার অবস্থা অত্যন্ত খারাপ এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
উদ্ধারকারী সংগঠন ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, কুসার, ওকারা, পাকপাতান, বাহাওলনগর ও ভেহারি জেলায় বন্যার উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হিন্দু, চেনাব, রবি, সুলতেজ ও ঝিলাম নদীর তীরবর্তী ১৯ হাজার ৯৪৭ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনার ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান সালমান রফিক বলেন, নদীর তীরবর্তী বাসিন্দাদের সুরক্ষা আমাদের প্রধান অগ্রাধিকার, এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে।