Sunday, August 24, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকপ্রতারণার অভিযোগে অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআই মামলা

প্রতারণার অভিযোগে অনিল আম্বানির বিরুদ্ধে সিবিআই মামলা

ভারতের শিল্পপতি ও মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) দায়ের করা অভিযোগের ভিত্তিতে শনিবার (২৩ আগস্ট) এ মামলা করা হয়। খবর রয়টার্সের।

এসবিআইয়ের অভিযোগ, অনিল আম্বানি ও তার সাবেক টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স কমিউনিকেশনস ঋণের শর্ত ভঙ্গ করে বেআইনি লেনদেন করেছে, যার ফলে ব্যাংকের অর্থের অপব্যবহার হয়। এতে প্রায় ২৯ দশমিক ২৯ বিলিয়ন রুপির ক্ষতির মুখে পড়ে এসবিআই। মামলার পর সিবিআই রিলায়েন্স কমিউনিকেশনস–সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে এবং জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হবে।

তবে এসবিআইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অনিল আম্বানির মুখপাত্র। তিনি দাবি করেন, উত্থাপিত বিষয়গুলো ১০ বছরেরও বেশি পুরোনো এবং সে সময়ে প্রতিষ্ঠানের দৈনন্দিন পরিচালনায় অনিল সরাসরি যুক্ত ছিলেন না।

প্রসঙ্গত, অনিল আম্বানি সর্বশেষ আলোচনায় আসেন সাত বছর আগে। তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় সন্দেহজনক লেনদেন হয়েছে, যেখানে জড়িত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অনিল আম্বানি। যদিও দুজনই অভিযোগ অস্বীকার করেন এবং ভারতের সুপ্রিম কোর্টও ২০১৮ সালের ডিসেম্বরে ওই অভিযোগ তদন্তের আবেদন খারিজ করে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments