Sunday, August 24, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকমিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ঐতিহাসিক গোকটেইক রেলসেতু ক্ষতিগ্রস্ত

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ঐতিহাসিক গোকটেইক রেলসেতু ক্ষতিগ্রস্ত

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা বোমা হামলা চালিয়ে দেশটির একটি ঐতিহাসিক রেলসেতু ক্ষতিগ্রস্ত করেছে। ঔপনিবেশিক আমলের এই সেতুটি এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, মিয়ানমারের অভ্যুত্থানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো বোমা হামলা চালিয়ে ‘গোকটেইক সেতু’ আংশিকভাবে ধ্বংস করেছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। দেশটির বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী প্রতিরোধ যোদ্ধারা সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন জানান, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক গোকটেইক সেতু ক্ষতিগ্রস্ত করেছে।

গোকটেইক রেলওয়ে সেতুটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত এবং ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালু হওয়ার সময় এটি বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে সংযুক্ত করা এই সেতুটি আংশিকভাবে ধসে পড়েছে।

টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ দাবি করেছেন, সেতুর ক্ষতি সামরিক জান্তার বোমা হামলার কারণে ঘটেছে। তিনি বলেন, “আজ সকালে মিয়ানমার সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে। তাদের বোমা গোকটেইক সেতুতেও আঘাত হানে।”

সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা সৈন্য ও টিএনএলএর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল জান্তা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments