Sunday, August 24, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিবিএনপির টুকু: যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে

বিএনপির টুকু: যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যারা একসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

টুকু বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোটদাতা প্রার্থীকে চিনতে ও দেখতে পান না, কারণ ভোট দেওয়া হয় এক স্থানে, আর প্রার্থী থাকে অন্য দেশে। এটি নির্বাচন ব্যবস্থার এক সমস্যা।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার কারণে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। মুক্তিযুদ্ধ আমাদের মানচিত্র ও পতাকা দিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না।’

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

দীর্ঘ ৯ বছর পর জামালপুরে অনুষ্ঠিত এই ত্রি-বার্ষিক সম্মেলনে জেলার সাতটি উপজেলা ও আটটি পৌর শাখার এক হাজার ৫১৫ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়, ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments