আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসনের সীমানা সংক্রান্ত আপত্তি শুনানিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যের জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ‘কড়া’ প্রতিক্রিয়া দিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানির পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত বলেন, “রুমিন ফারহানা অভিযোগ করছেন আমরা গুণ্ডা নিয়ে আসতে পারতাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তারা নির্বাচন কমিশনের বাইরে লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছে। যারা এই গুণ্ডাদের পৃষ্ঠপোষকতা করছেন, তারা ভোটকেন্দ্র দখল করার পরীক্ষা ইতিমধ্যেই দেখিয়েছে।”
এর আগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা, কমিশনের সামনে উপস্থিত হয়ে, ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। রুমিন ফারহানা অভিযোগ করেছিলেন, এনসিপি কর্মীরা তাকে প্রথমে ধাক্কা দিয়েছে, তাই তার সমর্থকরা প্রতিক্রিয়া দেখিয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ধরনের অভিযোগ দলের ভাবমূর্তির ক্ষতি করছে এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। এনসিপি কর্মীদের মধ্যে তিনজন আহত হয়েছেন—প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।
শুনানির সময় ইসি সচিব ও অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং শুনানির সমাপ্তি ঘোষণা করা হয়। রুমিন ফারহানা খসড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন, আর অন্য পক্ষ তাদের অবস্থান প্রকাশ করেন। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।