ওপার বাংলার জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি স্লিভলেস বা স্বল্প দৈর্ঘ্যের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। একসময় কেউ তাকে বলেছিলেন, এ কারণে হয়তো তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না। তবে শ্বেতার জবাব ছিল, “আমি এখানে ট্যালেন্ট বিক্রি করতে এসেছি, শরীর নয়।”
এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। অভিনেত্রী সৌমি পাল ধারাবাহিকভাবে ফেসবুকে শ্বেতাকে ইঙ্গিত করে কটাক্ষ করেন। একটি পোস্টে তিনি লিখেন, “চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না। তুমি দর্শককে গল্প বলতে পারো, কিন্তু ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক।”
নেটিজেনদের মধ্যে এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শ্বেতার অনুরাগীরা সরাসরি সৌমির কমেন্টবক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।
সমালোচনার মুখে শনিবার ফেসবুক লাইভে আসেন সৌমি। তিনি বলেন, “আমার লেখায় কারও নাম উল্লেখ করা হয়নি। কেউ মনে করলে আমি কাউকে উদ্দেশ্য করে লিখেছি, সেটা তাদের সমস্যা।” তিনি আরও যোগ করেন, “অভিনয় পেশায় সৌন্দর্য ও শারীরিক গঠন গুরুত্বপূর্ণ। আমাদের চোখ, মুখ, হাত, পা টেলিভিশনে দেখা যায়। এই সৌন্দর্যের বিনিময়েই আমরা পারিশ্রমিক পাই। তবে শরীর বিক্রি মানে কারও সঙ্গে আপস করা নয়।”
সৌমি বলেন, চরিত্র অনুযায়ী যেকোনো পোশাক পরা বা ওজন বাড়ানো-কমানো স্বাভাবিক। তিনি ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নে জানান, “আমার যদি কোনও বিষয়ে সমস্যা হয়, আমি তা প্রকাশ করতেই পারি। এর জন্য আমি ক্ষমা চাইতে বাধ্য নই।”
তবুও তার লাইভের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঝড় থামেনি। নেটিজেনদের একাংশ এখনো শ্বেতাকে লক্ষ্য করে সৌমির মন্তব্যের সমালোচনা করছেন