Sunday, August 24, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষবুড়িগঙ্গা নদীতে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীর পৃথক দুটি স্থান থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকায় এক নারী ও এক পুরুষের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে বরিশুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহত পুরুষের বয়স আনুমানিক ৪০ এবং নারীর বয়স প্রায় ৩৫ বছর। উদ্ধারকালে দেখা যায়, তাদের হাত একসঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, একই দিন দুপুরে মীরেরবাগ কোল্ডস্টোরেজ ঘাটের তীর থেকে আরও এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ। নিহত নারীর বয়স প্রায় ৩০ বছর এবং শিশুটির বয়স আনুমানিক ৩ থেকে ৪ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, প্রথমে এক নারীর লাশ উদ্ধার করা হয়, যার গলায় কালো কাপড় প্যাঁচানো ছিল। কিছুক্ষণ পর একই স্থান থেকে ওড়নায় মোড়ানো অবস্থায় শিশুটির লাশও উদ্ধার করা হয়। এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তাদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments