নির্বাচন কমিশন (ইসি) আগামী ৩১ আগস্টের মধ্যে ২২টি নতুন রাজনৈতিক দলের অস্তিত্ব যাচাই করে সরেজমিনে তদন্তের প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এই নির্দেশনা জারি করেন। নির্দেশনায় বলা হয়েছে, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ার অংশ হিসেবে এই ২২টি দলকে মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে। প্রতিটি দলের জেলা ও উপজেলা পর্যায়ের অফিসের অস্তিত্ব ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত প্রতিবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে কমিশনে জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী সব কাগজপত্রে পৃষ্ঠা নম্বর প্রদান করে সিলগালা করে বদ্ধ বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে প্রেরণ করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা প্রাপ্ত বদ্ধ খামগুলো রাজনৈতিক দলভিত্তিক একত্রিত করে পুনরায় সিলগালা করে গোপনীয়ভাবে নির্বাচন কমিশনের সচিবালয়ে পাঠাবেন।
এছাড়া, উপজেলা পর্যায়ের দপ্তরের অস্তিত্ব ও কার্যকারিতা সম্পর্কিত তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তা একই প্রক্রিয়া অনুসরণ করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কাছে প্রেরণ করবেন। এরপর জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা ওই খামগুলো রাজনৈতিক দলভিত্তিক একত্রিত করে বিশেষ খামে সিলগালা করে নির্বাচন কমিশনের সচিবালয়ে পাঠাবেন।