রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। বেলা ২টা ২৫ মিনিটে আফ্রিদিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় এবং পরে হাজতখানায় রাখা হয়। এক ঘণ্টা পর তাকে কড়া নিরাপত্তায় এজলাসে আনা হলে উপস্থিত জনতার মধ্যে হট্টগোল দেখা দেয়।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামি পক্ষে আইনজীবী খায়রুল ইসলাম আফ্রিদির জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানান। তিনি দাবি করেন, মামলার ঘটনায় আফ্রিদির কোনো সংশ্লিষ্টতা নেই; বরং নির্বিচার গুলিতেই ভিকটিম নিহত হন। তিনি আরও জানান, বাদী নিজেও পরে এভিডেভিট দিয়ে স্বীকার করেছেন যে, ভুলবশত আফ্রিদির নাম মামলায় অন্তর্ভুক্ত হয়েছে।
আইনজীবী মানবিক কারণও তুলে ধরেন। তিনি বলেন, আফ্রিদি কিডনির সমস্যায় ভুগছেন, তার চিকিৎসা চলছে। অতিরিক্ত হাঁটাহাঁটিতে প্রস্রাবে রক্ত আসে। এছাড়া তার স্ত্রী গর্ভবতী। তাই মানবিক দিক বিবেচনায় জামিন প্রাপ্য।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন ও বাদীপক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, আফ্রিদি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি আন্দোলনের সময় লাইভে এসে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে আন্দোলনকারীদের দমন করতে উৎসাহ দেন। তাই রিমান্ডে নিয়ে তার কাছ থেকে আরও তথ্য পাওয়া সম্ভব।
আদালতে দাঁড়িয়ে অভিযোগের সময় আফ্রিদি বারবার মাথা নেড়ে প্রতিবাদ জানান। পরে তার আইনজীবী দাবি করেন, তিনি শুধু আন্দোলনের পক্ষে সোচ্চার ছিলেন, রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত নন। তার বাবা একজন ব্যবসায়ী।
শেষ পর্যন্ত আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে আফ্রিদিকে হাজতখানায় নেওয়া হলে দেখা যায়, তিনি খুঁড়িয়ে হাঁটছেন এবং পেটে হাত দিয়ে ব্যথা অনুভব করছেন।
উল্লেখ্য, গত রোববার রাতে সিআইডি তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে গত ১৭ আগস্ট গুলশান থেকে তার বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়। সেই তালিকায় নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদির নামও রয়েছে।