Monday, August 25, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকঅজ্ঞাতনামা ধনকুবেরের টাইটানিক অভিযান: সমুদ্রতলের রহস্যে ডুব দিতে যাচ্ছেন

অজ্ঞাতনামা ধনকুবেরের টাইটানিক অভিযান: সমুদ্রতলের রহস্যে ডুব দিতে যাচ্ছেন

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার উদ্দেশ্যে আবারও গভীর সমুদ্রে ডুব দেওয়ার পরিকল্পনা করছেন একজন অজ্ঞাতনামা ধনকুবের। ২০২৩ সালের জুনে, উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ১২,৫০০ ফুট গভীরে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষের পাশে ওশানগেটের তৈরি পর্যটকবাহী টাইটান ডুবোজাহাজ ধ্বংস হয়ে পাঁচজন মারা গিয়েছিলেন।

সূত্র জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সমুদ্রের ২.৪ মাইল (৩.৮ কিমি) গভীরে টাইটানিক পরিদর্শন করবেন। খবর প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ ধারণা করছেন তিনি হতে পারেন টেসলার উদ্যোক্তা ইলন মাস্ক, কেউ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, আবার অনেকে মার্কিন ব্যবসায়ী ল্যারি কনারের নাম উল্লেখ করছেন।

নিউইয়র্ক পোস্টকে এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই কোটিপতি প্রায় এক কোটি ডলার ব্যয় করে অভিযানে যাবেন। তিনি টাইটান ট্র্যাজেডির পর টাইটানিকে নামার প্রথম ব্যক্তি হিসেবে ঘোষণাও দিতে চান।

২০২৩ সালে দুর্ঘটনায় ডুবে যাওয়া পর্যটকবাহী টাইটান ডুবোজাহাজ চার দিন পর উদ্ধার করা হয়। বিশ্লেষণে জানা যায়, সাবমেরিনটি নামার সময় ভেতর থেকে ভেঙে চূর্ণ হয়েছিল, ফলে পাঁচজন পর্যটক মুহূর্তেই প্রাণ হারিয়েছিলেন। নিহতদের মধ্যে ছিলেন ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশ।

বর্তমানে কয়েকটি সাবমেরিন টাইটানিক পর্যন্ত নামতে সক্ষম, তবে সেগুলো মূলত গবেষণা প্রতিষ্ঠান বা নৌবাহিনীর জন্য ব্যবহৃত হয়। বাণিজ্যিকভাবে নিরাপদ সাবমেরিন তৈরির উদ্যোগও চলছে।

টাইটান সাবমেরিনসের প্রধান নির্বাহী প্যাট্রিক লাহি বলেন, “ঐতিহাসিক গুরুত্বের কারণে এমন গভীরে ডুব একটি বিশেষ আকর্ষণ। যেমন কেউ এভারেস্ট জয় করতে চায়, তেমনি কেউ টাইটানিক দেখার স্বপ্ন দেখে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments