বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। যদিও তিনি ৭ দিনের সময় চেয়েছিলেন, দল শেষ পর্যন্ত তাকে আরও একদিন সময় বাড়িয়ে দেয়। সোমবার বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বিতর্কিত ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানকে শোকজ নোটিশ পাঠায় বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়। তবে তার আবেদন বিবেচনা করে দল সময়সীমা সামান্য বাড়িয়েছে।
সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে অথবা জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতোমধ্যে শৃঙ্খলাভঙ্গের কারণে বিএনপি ও এর সহযোগী সংগঠন থেকে চার হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে আপনি ধারাবাহিকভাবে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। শহিদদের আত্মত্যাগ নিয়ে আপনার মন্তব্য দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এ ধরনের বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া আপনার বক্তব্যে জনগণের ধর্মীয় অনুভূতিও আঘাতপ্রাপ্ত হয়েছে।
নোটিশে আরও বলা হয়, এসব শৃঙ্খলাভঙ্গ ও উদ্ভট মন্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার সুনির্দিষ্ট কারণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত আকারে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।