বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদা তুললে তাকে বলা হয় ‘ডোনেশন’। আবার জামায়াত বিভিন্ন ব্যাংক, বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান দখল করলে সেটিকে বলা হয় ‘পুনরুদ্ধার’। অথচ বিএনপি যদি মাত্র ১০ টাকা সংগ্রহ করে, তখন সেটিকে চাঁদাবাজি আখ্যা দেওয়া হয়। সোমবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা কান্দিরপাড় টাউনহল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের ট্রেনে বিএনপি ইতিমধ্যেই চড়ে বসেছে। এই ট্রেন থেকে দেশকে কেউ নামাতে পারবে না। সেনাবাহিনীও স্পষ্ট জানিয়েছে তারা নির্বাচিত সরকার দেখতে চায়। নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ সম্ভব নয়। শেখ হাসিনা ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেই টাকা ফেরত আনতে হলে জনগণের সরকার দরকার।”
ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বুলু বলেন, “ঐক্যের বিকল্প নেই। অনেক হাইব্রিড নেতা বিএনপিতে প্রবেশ করতে চাইছেন। তাদের উদ্দেশে বলছি, ছয় বছর অপেক্ষা করুন, তারপর নেতৃত্বের সুযোগ পাবেন। আপাতত পেছনের সারিতে বসে থাকুন। যারা এসব হাইব্রিড নেতাদের নেতৃত্বে নিয়ে আসবেন, তাদের পদ থাকবে না।”
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লার গর্ব আদিবুল ইসলাম খানকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর কুমিল্লার ছাত্ররা ছাত্রদল মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পিআর পদ্ধতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “পিআর খাওয়া না গায়ে মাখা? জনগণ আর এ ধরনের পদ্ধতি মানে না। ভারতের মতো গণতন্ত্রের আঁতুড় ঘরও পিআর বোঝে না। কিছু স্বার্থান্বেষী মহল এ পদ্ধতিকে সামনে রেখে নির্বাচন বিলম্ব বা ভণ্ডুল করতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এ সময় তিনি বলেন, যারা দাবি করেন বিএনপি প্রশাসন দখল করে আছে, জনগণ ভালো করেই জানে প্রকৃতপক্ষে প্রশাসন কার হাতে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক রেজাউল কাইয়ুম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সফিউল আলম রায়হান। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।
সম্মেলন শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস ঘোষণা করেন— সভাপতি পদে রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।