Monday, August 25, 2025
spot_imgspot_img
Homeবিনোদনভারতে নির্মিত হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’, বাংলাদেশের তারকার সঙ্গে কোনো সম্পর্ক...

ভারতে নির্মিত হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’, বাংলাদেশের তারকার সঙ্গে কোনো সম্পর্ক নেই

ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে নতুন ভৌতিক সিনেমা ‘পরীমণি’। যদিও নাম শুনলেই বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি মনে পড়ে, তবে এই সিনেমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটি একটি সম্পূর্ণ ভিন্ন গল্প, এবং বাংলাদেশি তারকা এতে অংশ নিচ্ছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে’র পরিচালনায় সিনেমাটি মূলত একটি অতিপ্রাকৃতিক ভয়ঙ্কর গল্পের আভাসে সমাজের অন্তর্নিহিত বাস্তবতাগুলো ফুটিয়ে তুলবে। সিনেমার কেন্দ্রে রয়েছে ‘পরী’ নামের এক কিশোরী, যার জীবন একদিকে সাধারণ, অন্যদিকে লুকিয়ে রয়েছে একটি জটিল অতীত। গল্পে স্থান পেয়েছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়বদ্ধতার নানা অধ্যায়।

পরিচালক সৌভিক দে বলেন, “‘পরীমণি’ শুরুতে শুধুই একটি হরর কনসেপ্ট ছিল। কিন্তু কাজের সময় বুঝলাম এটি শুধু ভয় নয়, বরং সমাজেরও প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নীচে অনেক সময় এমন ভয় লুকিয়ে থাকে যা আমরা বোঝতেও পারি না। আমরা চাই এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো সামনে তুলে ধরা হোক।”

তনুশ্রী চক্রবর্তী সিনেমায় ‘পরী’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য ও প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং নির্মাতারা পরিকল্পনা করছেন, আসন্ন দীপাবলিতে আগামী অক্টোবর মাসে পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments