জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এই মামলাকে নিছক ভুয়া মামলা বলে আখ্যা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (২৫ আগস্ট) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লিখেছেন, “যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে আটক করা হয়েছে। অথচ এটি সম্পূর্ণ ভুয়া মামলা। ভুয়া মামলায় কেন তাকে গ্রেপ্তার করতে হবে? সে যদি তেলবাজি করে থাকে বা দুর্নীতির কোনো অভিযোগ থাকে, তাহলে সেগুলোর ভিত্তিতেই গ্রেপ্তার করা যেতো। আমি ব্যক্তিগতভাবে তৌহিদ আফ্রিদিদের পছন্দ করি না, তাদের তেলবাজির বিরুদ্ধেও বরাবরই প্রতিবাদ করেছি। তবে আইন প্রতিষ্ঠার জন্য সঠিক অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যায় না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের পদধারী ভুয়া এমপি বা মন্ত্রীরা কেন গ্রেপ্তার হচ্ছেন না? তৌহিদ আফ্রিদির তুলনায় তারাই বড় অপরাধী। তারা দুর্নীতি করেছে, সন্ত্রাসে জড়িয়েছে এবং শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। অথচ তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে, বিচার শেষ হওয়ার আগেই জামিনও পাচ্ছে।”
রাশেদ খান অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের সমালোচনা করায় তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন। তিনি আরও যোগ করেন, “যারা আগে আমার সমালোচনা করেছিল, এখন তারাই ড. মুহাম্মদ ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করেছে। এজন্য আমি আপাতত সরকারের সমালোচনা থেকে বিরত রয়েছি, কারণ তাদের স্বার্থে আঘাত লাগায় আজ তাদের বিবেক জেগে উঠেছে।”