Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিককাল থেকে কার্যকর ৫০% মার্কিন শুল্ক, কঠোর বার্তা দিলেন মোদি

কাল থেকে কার্যকর ৫০% মার্কিন শুল্ক, কঠোর বার্তা দিলেন মোদি

আগামী ২৭ আগস্ট রাত ১২টার পর থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এ অবস্থায় শুল্ক কার্যকরের দুই দিন আগে সোমবার আহমেদাবাদের নিকোল এলাকায় এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তার সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। খবর এনডিটিভির।

মোদি বলেন, যে চাপই আসুক, আমরা তা মোকাবেলায় নিজেদের শক্তি বাড়াতে থাকব। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক পশুপালকদের স্বার্থকে আমি সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, গান্ধীর ভূমি আহমেদাবাদ থেকেই আমি জনগণকে আশ্বস্ত করছি যে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, কৃষক ও পশুপালকদের স্বার্থ কখনও বিসর্জন দেওয়া হবে না।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক এসেছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে। ট্রাম্পের মতে, ইউক্রেন যুদ্ধের অর্থ জোগানোর অন্যতম উৎস রাশিয়ার জ্বালানি রপ্তানি। তাই রাশিয়ার তেল আমদানি করা অন্যান্য দেশও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারে।

এছাড়া ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো খাতে নতুন করে শুল্ক আরোপ হতে পারে এবং ওষুধ ও সেমিকন্ডাক্টরের মতো পণ্যও তালিকায় যোগ হতে পারে।

এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভারত। দেশটির সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’। এর ফলে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments