Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeজাতীয়নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা, কয়েকজন আটক

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা, কয়েকজন আটক


নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) কনস্যুলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কনস্যুলেটে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এতে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠানস্থলে আগেই পুলিশের মোতায়েন ছিল।

তবে বিকেল ৫টার পর একদল হামলাকারী কনস্যুলেট ভবনের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে, অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং অতিথিদের ধাওয়া দেয়। তারা ভবনে প্রবেশে বাধা সৃষ্টি করে, ডিম নিক্ষেপ করে এবং পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেটি ফেটে যায়।

পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।

কনস্যুলেট আরও জানায়, পুরো সময় পুলিশ সতর্ক অবস্থানে ছিল এবং প্রধান অতিথি নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করতে সক্ষম হন। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ, মেয়র এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের স্থানীয় কার্যালয়ে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে।

এছাড়া, উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে হামলাকারীদের কোনো যোগাযোগ হয়নি বলেও কনস্যুলেট স্পষ্ট করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণাকে ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments