Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষয়াত গুণী অভিনেত্রী ও নির্মাতা জাহানারা ভূঁইয়া

য়াত গুণী অভিনেত্রী ও নির্মাতা জাহানারা ভূঁইয়া


অভিনেত্রী, নির্মাতা ও গীতিকার জাহানারা ভূঁইয়া আর নেই। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মঞ্জুর এলাহী।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়াবেটিসের জটিলতায় তার দুটি কিডনি অকেজো হয়ে যায়। গত ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি এই শিল্পী।

সত্তর ও আশির দশকে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও খ্যাতি অর্জন করেন জাহানারা ভূঁইয়া। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় গীতিকার হিসেবে। স্বামী, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে তিনি প্রথম গান লিখেছিলেন। আশির দশকে ‘সৎ মা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে পরিচিতি পান।

দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছেন একাধিক চলচ্চিত্র, যার মধ্যে ‘সিঁদুর নিওনা মুছে’ বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিনয়ের পাশাপাশি নির্মাণ ও গীত রচনায়ও রেখেছেন অবদান।

তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments