জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) কোভিড-১৯ এর আগে ঘটে যাওয়া একটি ঘটনার স্মৃতিচারণ করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।
আরজে কিবরিয়া লিখেন, “বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটি কথা খোলাখুলি বলি। কোভিডের আগের সময়, তখন আমার ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানটির বয়স মাত্র ছয় মাস। প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছিলো পরিবার ফিরে পাওয়ার গল্পগুলো। এই সময়ে হঠাৎ করেই আমার ফেসবুক পেজ হ্যাক হয়। আমি স্ট্যাটাস দিয়ে জানালাম যে পেজটি বিপদে পড়েছে। তখন মনে হচ্ছিলো হয়তো আর ‘আপন ঠিকানা’ নিয়ে কাজ চালিয়ে যেতে পারব না।”
তিনি আরও বলেন, “স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের এফএম-এর এক ভাই ফোন করে জানালেন, রুমিন ফারহানা আমার পেজটির ব্যাপারে সাহায্য করতে চাচ্ছেন। এরপর তিনিই আমার পেজ পুনরুদ্ধারে সহায়তা করেন। যদি সেদিন পেজটি ঠিক না হতো তবে হয়তো ‘আপন ঠিকানা’র যাত্রাপথ সেখানেই থেমে যেত। আল্লাহ ভালো জানেন। সেদিন থেকে আজ পর্যন্ত তার সঙ্গে আমার কথা হয়েছে মাত্র একবার, সেটিও নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময়।”
আরজে কিবরিয়া জানান, তার ইচ্ছা ছিল রুমিন ফারহানার মায়ের সঙ্গে দেখা করার, কিন্তু এখনও সময় করে উঠতে পারেননি। তিনি আরও লেখেন, “রুমিন, আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাইনি। ব্যক্তিগতভাবে জানাতে পারতাম, তবে আজ প্রকাশ্যে জানালাম। কারণ আপনিও আমার ‘আপন ঠিকানা’র একজন যোদ্ধা।”
শেষে তিনি বলেন, “রাজনীতির বাইরেও অসাধারণ একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময়ই থাকবে। সুস্থ থাকুন, খারাপ সময় কাটিয়ে উঠুন। আপনাদের মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের মন খারাপ হয়।”