জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয়দের সতর্কতায় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল। দ্রুতগতিতে আসা ট্রেনটি ভাঙা রেললাইন দেখে লাল কাপড়ে সংকেত পেয়ে থামানো হয়। এতে শতাধিক যাত্রী নিরাপদে বাঁচেন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার পর জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ভাঙা লাইনে বস্তা গুঁজে দিয়ে ট্রেনটি পার করে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস (৭৩১ নম্বর) সন্ধ্যা ৬টার দিকে জামালগঞ্জ স্টেশন সংলগ্ন দক্ষিণ দিকে প্রবেশ করলে স্থানীয়রা ৭ ইঞ্চি ভাঙা রেললাইন দেখতে পান। সতর্ক স্থানীয়রা লাল কাপড়ে সংকেত দিয়ে ট্রেন চালককে থামান। এতে কোনো হতাহত হয়নি, যদিও যাত্রীরা আতঙ্কিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী রাশেদুল ইসলাম বলেন, “আমরা রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ভাঙা অংশ দেখে সবাইকে খবর দিয়েছি। লাল কাপড়ে সংকেত দিলে ট্রেন চালক সেই অনুযায়ী থামান।”
আক্কেলপুর রেলস্টেশন মাস্টার রেহেনা পারভীন জানান, “জামালগঞ্জ স্টেশনের উত্তর দিকে ৩০৯/০ নম্বর পিলারে ভাঙা রেললাইন দেখা দেয়। স্থানীয়রা লাল কাপড়ে সংকেত দিলে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন থামে। পরে বস্তা গুঁজে দিয়ে ট্রেন পার করা হয়। রেললাইন সংস্কারের কাজ চলছে।