Tuesday, August 26, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষঢাকার ব্যস্ত সড়কগুলোতে শিক্ষার্থী ও শ্রমিকদের আন্দোলনে যানজট

ঢাকার ব্যস্ত সড়কগুলোতে শিক্ষার্থী ও শ্রমিকদের আন্দোলনে যানজট


ঢাকার ব্যস্ততম দুটি সড়ক – গাবতলী ও টেকনিক্যাল মোড় এবং বনানীর চেয়ারম্যান বাড়ি সড়ক – বিভিন্ন দাবিতে অবরুদ্ধ হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে, আর মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে এসে অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলসের কর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এ কারণে উভয় এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ডা. এ কে আজাদ খান বর্তমানে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিক পদে থাকার কারণে বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন কার্যত স্থবির হয়ে আছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। টানা দুইদিন ধরে মানববন্ধন করার পর কোনো সমাধান না পেয়ে শিক্ষার্থীরা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

বনানী থানার ওসি মেহেদী হাসান জানান, মাসুদ অ্যাপারেলসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান করছে।

সরকারি তথ্য অনুযায়ী, আউটগোয়িং যানবাহনকে নিম্নোক্ত বিকল্প রুটে চলাচল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে: মহাখালী বা জাহাঙ্গীর গেট থেকে উত্তরমুখী যানবাহন আমতলী হয়ে গুলশান-১, সেখান থেকে গুলশান-২ হয়ে নতুন বাজার বা বনানী ২৭ নম্বর সড়ক ব্যবহার করতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments