বিচ্ছেদ হলেও ছেলে আব্রাম খান জয়ের কারণে চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের মধ্যে সম্পূর্ণ দূরত্ব তৈরি হয়নি। সুযোগ পেলেই তারা দেখা করেন। বহুদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিবকে ছেলে ও অপুর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল।
বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবের প্রতি অপু বিশ্বাসের ভালোবাসা ও সম্মানের কথাও খোলাখুলি প্রকাশ করেছেন। সম্প্রতি এক পডকাস্টে তিনি এমনই এক মজার ঘটনা শেয়ার করেছেন।
অপু জানান, একসময় শাকিব মজা করে তাকে ‘মটু’ বলে চটকে দিয়েছিলেন। সেই মন্তব্য শুনে অপু ওজন কমানোর সিদ্ধান্ত নেন। পডকাস্টে তিনি বলেন, ‘সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার সময় আমি আইসক্রিম আনতে গিয়ে দেরি করি। ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠেছে। আমি দৌড়ে গিয়ে বলছিলাম, “এই আমাকে নেবে না?” শাকিব বলেছিল, “দৌড়াও, মোটাটা একটু কমবে।”’
অপু বিশ্বাস আরও বলেন, ‘শাকিব মাঝে মাঝে আমাকে ‘মটু’ বলতেন। এখন আর সুযোগ নেই, কারণ আমি অনেক শুকিয়ে গেছি।’