ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) জানিয়েছে, জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ স্থগিত করতে তারা কার্যকর পদক্ষেপ নেবে। গাজা পরিস্থিতি নিয়ে সোমবার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক শেষে প্রকাশিত চূড়ান্ত ঘোষণায় এ তথ্য জানানো হয়। খবর বার্তা সংস্থা মেহেরের।
ওআইসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলেছে, সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হচ্ছে যেন তারা জাতিসংঘে ইসরাইলের সদস্যপদ জাতিসংঘ সনদের শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পুনরায় পর্যালোচনা করে। কারণ ইসরাইল সদস্যপদের শর্ত ভঙ্গ করছে এবং জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবকে বারবার অমান্য করছে। তাই ইসরাইলের সদস্যপদ স্থগিতের জন্য সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছে ওআইসি।
সংস্থাটি আরও জানিয়েছে, গাজা উপত্যকায় সংঘাত নিরসনের শান্তিপ্রচেষ্টা প্রত্যাখ্যান এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় ইসরাইলের আচরণ নিন্দনীয়।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের উদ্দেশ্যমূলক এ অবহেলার কারণে চলমান যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। হাজারো মানুষ নিহত হয়েছে, বন্দিদের অব্যাহত আটক রাখা হচ্ছে এবং সাধারণ নাগরিকদের ন্যূনতম মানবিক সহায়তাও বঞ্চিত করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬২ হাজার ৬০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো অঞ্চল, পাশাপাশি খাদ্য সংকটে পড়েছে মানুষ।
এর আগে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।